Thursday, February 24, 2022

কলকাতা লিটল ম্যাগাজিন মেলায় রাহেবুল বিরচিত ব্লিডিং বরষে হৃদি

কলকাতা লিটল ম্যাগাজিন মেলায় রাহেবুল বিরচিত ব্লিডিং বরষে হৃদি









কলকাতা লিটল ম্যাগাজিন মেলা ২০২২ শুরু হয়েছে। চলবে আগামী ২৭ তারিখ অব্দি। রাজ্যের শ'তিনেক লিটল ম্যাগাজিন এতে অংশগ্রহণ করছে। তো একটা সংবাদ দিতে এই কথার অবতারণা, ঠিক একটা নয় দু'টো সংবাদ দিতে। 

প্রথম সংবাদ: মেলাতে ইবলিশ পত্রিকা থাকছে না। 

দ্বিতীয় সংবাদ: মেলাতে রাহেবুলের 'মদীয় ফ্যান্টাসি' পাওয়া যাচ্ছে না কিন্তু সদ্যপ্রকাশিত দ্বিতীয় কাব্যি 'ব্লিডিং বরষে হৃদি' পাওয়া যাচ্ছে ('ক্রৌঞ্চদ্বীপ' পত্রিকার টেবিলে, টেবিল নং ২২)। আগ্রহী কেউ থাকলে উঁকি দিয়েন ও-টেবিলে। 

সংবাদ সমাপ্ত হলো 😊



No comments:

Post a Comment

ব্লিডিং বরষে হৃদি কাব্যের একটি পাঠপ্রতিক্রিয়া

রাহেবুলের কবিতা নিয়ে বিশেষত সদ্য প্রকাশিত দ্বিতীয় কাব্যি 'ব্লিডিং বরষে হৃদি' নিয়ে তরুণ কবি নীলাদ্রি দেব এই শীতের মরশুমে যে-মতন কাতর ...